সংক্ষিপ্ত ইতিহাস
১৯৪৭ খ্রি. তারিখে পিরুজালী আমানিয়া ফাযিল মাদ্রাসাটি অত্র এলাকার মহৎ কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ্ সরকার -এর পিতা আলহাজ্ব আতাউল্লাহ্ সাহেব এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি এবং অর্থ দান করেন। এছাড়াও অত্র এলাকার অনেক ব্যক্তি এর জন্য অর্থ ও শ্রম দুই দিয়ে সাহায্য করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বিনা বেতনে অত্র এলাকার ও দেশের অন্যান্য স্থান থেকে আগত অসংখ্য শিক্ষার্থীদের ইসলামী ও আধুনিক শিক্ষা দান করে আসছে। অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং দেশ ও দেশের বাহিরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি
- বই মনের চোখ খুলে দেয়। বই পড়ি জ্ঞানী হই। সনদধারী উচ্চশিক্ষিত লোকের চেয়ে জ্ঞানী মানুষ অনেক বেশী সম্মানিত।
- শিক্ষকতা শুধু অর্থোপার্জনের জন্য নয়। শিক্ষার্থীদের জ্ঞানী হিসাবে গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য।
- কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।
- এখন তুমি কলি, ফুল হয়ে ফুটবে একদিন। ফোটার আগে যেন ঝরে না পর, এজন্য নিজেকে তৈরী কর শক্তভাবে। ফেসবুক, গল্প-আড্ডায় সময় নষ্ট করে নয়। ভবিষ্যতে আয়-রোজগারের চিন্তায় হতাশ হয়ে নয়, বরং নিজেকে তৈরী কর পড়াশুনার মাধ্যমে। যদি হতে পার জ্ঞানী তাহলে তুমিই হবে বাগিচার সেরা ফুল।
(মোহাম্মাদ আলী দেওয়ান)
অধ্যক্ষ
পিরুজালী আমানিয়া ফাযিল (বি. এ) মাদ্রাসা
No comments:
Post a Comment